নাসির উদ্দিন নামে ১৫ বছরের প্রতিবন্ধী অন্ধ সন্তানকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন মা রাজিয়া বেগম। বুধবার রাতে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচ্চামারা এলাকায় আড়িয়াল খাঁ সেতুতে এ ঘটনা ঘটে। পুলিশ রাজিয়া বেগমকে বৃহস্পতিবার জেলহাজতে পাঠিয়েছে। নাসির উদ্দিন শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের সিকদার হাট কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল থেকেই ৬ বছরের একটি মেয়ে ও প্রতিবন্ধী একটি ছেলেকে নিয়ে আড়িয়াল খাঁ সেতুর রেলিংয়ের ওপরে বসে ছিলেন রাজিয়া। সেতুতে চলাচলকারীরা ওই মহিলাকে সাহায্য করতে চাইলে তিনি রাগান্বিত হতেন। পরে রাতের দিকে সেতুর ওপরে মানুষের চলাচল কিছুটা কমে এলে রেলিংয়ের ওপর থেকে প্রতিবন্ধী ছেলেটিকে পানিতে ফেলে দেন ওই মহিলা। এই দৃশ্যটি দেখে ফেলেন বিপরীত পাশে রেলিংয়ের ওপরে থাকা স্থানীয় কিছু মানুষ। পরে তারা এগিয়ে গেলে রাজিয়া বেগম নামের (৪৫) ওই মহিলা অকপটে স্বীকার করেন। খবর পেয়ে দত্তপাড়া ফাঁড়ি পুলিশ আড়িয়াল খাঁ সেতুর ওপর থেকে ওই নারীকে গ্রেপ্তার করে। রাজিয়া বেগম নিজের সন্তান ফেলে দেওয়ার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। তিনি জানান, তার ৬ বছরের একটি মেয়ে ও অন্ধ ছেলে নাসিরকে নিয়ে ভিক্ষা করতেন। তার অন্ধ ছেলেকে লালনপালনের যন্ত্রণায় রিজিয়া বেগম এমন কাজ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ বলেন, অভিযুক্ত রাজিয়া দুই সন্তানকে নিয়ে ভিক্ষা করতেন। অন্ধ হওয়ায় ছেলেটিকে নিয়ে অনেক কষ্টে ছিলেন তিনি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। নিখোঁজ নাসির ছাড়াও তার একটি ৬ বছরের মেয়ে আছে। ভিক্ষা করে তিনজনের খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যেত তার। এ ছাড়াও অন্ধ ছেলেকে লালনপালন করার কষ্ট সইতে না পেরে মা রাজিয়া বেগম অন্ধ নাসিরকে সেতু থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেন। নাসিরকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাজিয়া বেগমকে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।