২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে নিহতদের নাম, পরিচয় ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি প্রাথমিক খসড়া। যাচাইবাছাইয়ের পর নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তালিকা প্রকাশের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী। তিনি জানিয়েছেন, এ তালিকা ধরে তথ্য যাচাইবাছাই ও অনুসন্ধান চলছে। চূড়ান্ত করতে আরও সময় লাগবে।
হেফাজতে ইসলামের প্রকাশিত তালিকায় বেশির ভাগ নিহতের তথ্য মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে মাওলানা মুহিম মাহফুজকে। তিনি এখন কাজ করছেন দৈনিক আমার দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে।