গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার মালেকের বাড়ী এলাকায় গতকাল সকালে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় চম্পা বেগম (১৮) নামে এক পোশাক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। চম্পা বেগম নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাররকান্দি গ্রামের মো. কাউসার মিয়ার স্ত্রী। তিনি সিটি করপোরেশনের হারিকেন এলাকার ইন্টারলুপ বিডি লিমিটেডের শ্রমিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৮টার দিকে মালেকের বাড়ী এলাকায় ইন্টারলুপ বিডি লিমিটেডে কর্মরত চম্পা বেগম কারখানায় যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় তাঁকে একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত শ্রমিক ও জনতা বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী, চালক ও পথচারী। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় গার্মেন্টের এক নারী শ্রমিক নিহতের জেরে উত্তেজিত শ্রমিক ও জনতা মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।