পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছেন মামুন আলী (৩০) নামে এক যুবক। পরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার হরিশংকরপুরে এ ঘটনা ঘটে। মামুন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে মামুনের স্ত্রী মেঘলা খাতুন (২৪) মারা যান। আহতরা হলো তাদের দুই সন্তান কুলসুম (৪) ও জান্নাত (দেড় বছর)।
মামুনের পরিবার, স্বজন ও প্রতিবেশীরা জানান, পরকীয়ার কারণে মেঘলার সঙ্গে মামুনের পারিবারিক কলহ ছিল। এর আগে সংসার ছেড়ে মেঘলা আরেক জায়গায় চলে গিয়েছিলেন। কয়েক দিন আগে তাকে ফিরিয়ে আনা হয়। মঙ্গলবার আবারও মোবাইলে কথা বলার সময় হাতেনাতে ধরে ফেলেন মামুন। ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে। মামুনকে আহত অবস্থায় আটক দেখানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।