বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ঈদের আগেই বাজারে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসছে। তবে টাকায় কোনো ব্যক্তির ছবি থাকবে না। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মী-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অডিটোরিয়ামে ক্রেডিট এনহেন্সমেন্ট স্কিমের (সিইএস) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ কথা বলেন। পিকেএসএফ আয়োজিত অনুষ্ঠানে পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, ‘আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে। তিনটা নোট আসছে শিগগিরই। সেটা হচ্ছে ১০০০, ৫০ ও ২০ টাকার নোট। এই নতুন নোট ঈদের আগেই আমরা পাব। এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা।’ তিনি বলেন, মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং অ্যান্ড ক্রেডিট এনহেন্সমেন্ট প্রজেক্টের আওতায় এই স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক থেকে ঋণ পাওয়া সহজ হবে, যা এত দিন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) পক্ষে সংগ্রহ করা কঠিন ছিল। গভর্নর বলেন, স্কিমের আওতায় পিকেএসএফ অংশীদার এমএফআইগুলোকে ২৪০ কোটি টাকার রিজার্ভ তহবিল ভিত্তিতে ব্যাংক ঋণ গ্যারান্টি দেবে। ঋণের গ্যারান্টি অনুযায়ী এককালীন শূন্য দশমিক ৫ শতাংশ কমিশন আদায় করা হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে। সরকার ও এডিবির সহায়তায় এই পাইলট প্রোগ্রামে পাঁচটি বেসরকারি ব্যাংক ও একটি নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন চুক্তিবদ্ধ হয়েছে বলে জানান তিনি। আর্থিক সাক্ষরতা বাড়াতে ব্যাংকগুলোকে প্রতিটি স্কুলের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি বলেন, মাইক্রো ফাইন্যান্স সেক্টর যদি অটোমেটেড হয়ে যায়, ইফিশিয়েন্টলি কাজ করে তাহলে পরিচালন ব্যয় অনেক কমে যায়। যারা দক্ষ হবে তারাই টিকে থাকবে এই প্রতিযোগিতামূলক বাজারে। আমরা রেগুলেটরি ইন্টারভেনশন করব না।
শিরোনাম
- হজে মুসল্লিদের স্বস্তির জন্য সৌদির অনন্য উদ্যোগ
- ভারতে ফের করোনার হানা; কেরালা, দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি
- গাজায় ইসরায়েলি হামলায় নারী চিকিৎসকের ৯ শিশুসন্তান নিহত
- ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত ১৩, আহত অর্ধশতাধিক
- বার্সেলোনাকে হারিয়ে ইউরোপ সেরা আর্সেনালের মেয়েরা
- আনচেলত্তি-মদ্রিচের বিদায়ের ম্যাচে এমবাপ্পের জোড়া গোল
- বাংলাদেশি হামজার স্বপ্নভঙ্গ, প্রিমিয়ার লিগে ফিরল না শেফিল্ড
- শহীদ মিনারে হাসানের জানাজায় ছাত্রনেতারা
- ‘আলী’র বিশ্বজয়, বাংলাদেশি চলচ্চিত্র পেল কানে বিশেষ স্বীকৃতি
- মুস্তাফিজের দারুণ বোলিং, জয় দিয়ে আইপিএল শেষ করল দিল্লি
- আলোচিত আওয়ামী লীগ নেত্রী তুশি আটক
- মেডিকেল ছাত্রের আত্মহনন, সুইসাইড নোটে ‘বিশ্রাম চাই’
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সাইটে সাইবার হামলা
- আমরা ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি : নাহিদ ইসলাম
- পয়ঃবর্জ্য খালে ফেললে লাল রঙে চিহ্নিত হবে বাড়ি
- চাঁদপুরের আওয়ামী লীগ নেতা শামীম ঢাকায় গ্রেফতার
- ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধে বাধ্য হবে শিল্পকারখানা : উপদেষ্টা রিজওয়ানা
- ঈদে ৫ দিন সব পত্রিকা বন্ধ চায় হকার্স কল্যাণ সমিতি
- কুড়িয়ে পাওয়া ৮ দিনের সেই শিশুর বাবা-মায়ের পরিচয় মিলেছে
- নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত
ঈদে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর