নেত্রকোনার মদনে বউ নিতে হেলিকপ্টারে এলেন বর। ছয় কিলোমিটার দূরত্ব যেতে ১ লাখ ৭২ হাজার টাকায় হেলিকপ্টার ভাড়া করেন বর মাসুদ খান। তিনি পেশায় ট্রাক্টর চালক। শখ পূরণে বিশাল এ আয়োজন। হেলিকপ্টার দেখতে ভিড় করেন গ্রামের মানুষ।
বর ও কনের পারিবারিক সূত্রে জানা যায়, মাসুম খান বিয়ে বন্ধনে আবদ্ধ হন পাশের ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের আশাহিদ তালুকদারের মেয়ে রিমার সঙ্গে। দুই গ্রামের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার। মাসুদের শখ ছিল নববধূকে তুলে আনবেন হেলিকপ্টারে। গতকাল জুম্মার নামাজের পর নায়েকপুর পূর্বপাড়া বাড়ির সামনে ফাঁকা জায়গা থেকে বর সেজে হেলিকপ্টারে উঠেন তিনি। নামেন ফতেপুর ছত্রকোনা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। কনের বাড়িতে গিয়ে খাবার শেষে বিয়ে সম্পন্ন করে নববধূকে নিয়ে ফেরেন হেলিকপ্টারে। গ্রামে এমন আয়োজন প্রথমবারের মতো দেখে ভিড় জমান আশপাশের মানুষ। মাসুম খান বলেন, আমি ট্রাক্টরচালক। ইচ্ছা ছিল বউকে হেলিকপ্টারে করে বাড়ি তুলব। পরিবার ১ লাখ ৭২ হাজার টাকায় হেলিকপ্টার ভাড়া করে ইচ্ছেপূরণের জন্য। স্থানীয় ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি জানান, হেলিকপ্টারে বরযাত্রী আসার বিষয়টি তাদের উপজেলায় এ প্রথম। সবাই খুব আনন্দ পেয়েছে।