পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৪ হাজার ৮৬৪ জন বাংলাদেশি। মোট ১৭৬টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। চলতি বছর হজে গিয়ে এ পর্যন্ত ৪২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। হজ পালনকালে বিভিন্ন সময়ে মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান তারা। গতকাল হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৬৪ হাজার ৮৬৪ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৫৯ হাজার ৮৫৭ জন হাজি দেশে ফিরেছেন।
অন্যদিকে দেশে ফেরা হজের ১৭৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ২৯ হাজার ৮৬০ জন, সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ২৬ হাজার ২২৮ এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন বাংলাদেশি। এ বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।