উগ্র জঙ্গি আন্দোলনে সরাসরি জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। পাশাপাশি সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতার ঘোষণা দিয়েছে ঢাকা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে মালয়েশিয়া থেকে ফেরত আসা তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সপ্তাহে মালয়েশিয়ান কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা উগ্র জঙ্গি আন্দোলনে জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ-সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে। বাকিদের আরও তদন্ত বা ফেরতের বিষয়টি প্রক্রিয়াধীন। এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার এ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনও সংশ্লিষ্ট মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দেবে। বাংলাদেশ আবারও সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এ বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। এদিকে মালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে দেশে ফেরত আসা তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক বখতিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার বাংলাদেশে আসার পর তাদের হেফাজতে নেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা। অ্যান্টি টেররিজম ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া বলেন, এই তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।