বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে হোসেন (৩৩) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার নিকুছড়ি সীমান্তের ৪২ নম্বর পিলারের পাশে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে তার বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত হোসেন কক্সবাজারের উখিয়া উপজেলার পাড়া পাতাবাড়ি গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, হোসেন বাঁশ কাটতে সীমান্ত এলাকায় যান। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে তার বাম পা উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের মামা জসিম উদ্দিন জানান, বাঁশ কাটতে গিয়ে আকস্মিক বিস্ফোরণে হোসেনের পা উড়ে যায়। খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।