পঞ্চগড়, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, লালমনিরহাট ও মেহেরপুর সীমান্ত দিয়ে ৬৩ জনকে ফেরত ও পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিনিধিদের পাঠানো খবর-
পঞ্চগড় : গতকাল ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ। সকালে ঘাগড়া বড়বাড়ি এলাকা থেকে তাদের আটক করে থানায় হস্তান্তর করে বিওপির টহল দল। পুলিশ আটকদের পরিচয় যাচাইয়ের পর স্বজনদের কাছে হস্তান্তর করবে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান জানিয়েছেন। সীমান্ত সূত্র জানায়, আটকদের মধ্যে ১৩ জন নারী ও এক শিশু রয়েছে। তারা যশোর, সাতক্ষীরা, নড়াইল এবং লালমনিরহাট জেলার বাসিন্দা।
চুয়াডাঙ্গা : বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে আটক ২২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল দুুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ফেরত ২২ জনই ভারতের হায়দারাবাদ কারাগারে বন্দি ছিলেন। তাদের মধ্যে ১২ জন নারী ও ১০ জন পুরুষ। তাদের দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাট : গতকাল দুপুরে পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। তারা হলেন- খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল ও তার স্ত্রী এবং তিন ছেলেমেয়ে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা বলেন, মঙ্গলবার রাতে পাঁচজনকে আটক করে বিএসএফ। গতকাল তাদের বিজিবির কাছে হস্তান্তর করে তারা। হস্তান্তর হওয়া সবাই ভারতের কেরালা রাজ্যে বসবাস করছিলেন। পাঁচবিবি থানার ওসি মো. ময়নুল ইসলাম জানান, বিজিবি পাঁচজনকে থানায় পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।
মেহেরপুর : মুজিবনগর সীমান্ত দিয়ে তিন নারীসহ চার বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। গতকাল সকালে উপজেলার দারিয়াপুর বাজার এলাকা থেকে তাদের আটক থানা পুলিশ। আটকরা যশোর, সাতক্ষীরা ও মাদারীপুরের বাসিন্দা।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগ করেন আটক ওই চারজন। গতকাল বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে তাদের আটক করে থানায় আনা হয়। নাগরিকত্ব যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাট : পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী শিশুসহ ৯ জনকে পুশইন করেছে বিএসএফ। গতকাল ভোরে উপজেলার বুড়িমারী বামন দল সীমান্তে এ ঘটনা ঘটে। পরে উপজেলার মাছিরবাড়ি এলাকা থেকে তাদের আটক করে থানায় দেয় বিজিবি। তারা সবাই নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, সীমান্ত পিলার ৮৩৮এস এলাকা দিয়ে বিএসএফ ৯ জনকে পুশইনের পর বিজিবি আটক করে। আটকরা অবৈধভাবে ভারতে গিয়ে গুজরাটে ১০ বছর ধরে বসবাস করে আসছিলেন। পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, আটকদের পরিচয়ের সত্যতা পেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।