সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জনদুর্ভোগের কথা বিবেচনায় রেখে রাজধানী ঢাকায় পূর্বঘোষিত আজকের আনন্দ র্যালি কর্মসূচি বাতিল করেছে দলটি। তার পরিবর্তে ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে মহানগর বিএনপি। সে অনুযায়ী দলটির ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীরা আজ পুকুর, খাল ও নালানর্দমা পরিষ্কার করবেন। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা গাছের চারা লাগাবেন বিভিন্ন এলাকায়। দিনটি উপলক্ষে গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ফাতিহা পাঠ, মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন করেন দলের হাজার হাজার নেতা-কর্মী। রাজধানী ঢাকার বাইরে দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হয়। প্রকাশ করা হয় নানান রংবেরঙের পোস্টার। সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপির উদ্যোগে গোলটেবিল বৈঠকেরও আয়োজন করা হবে।
দিবসটি উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘দেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আইনের শাসন, স্বাধীনভাবে মতপ্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। গত দেড় যুগব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে, যদি আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারি। এটিই হোক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে আমাদের অঙ্গীকার। দেশজুড়ে যেন আর কখনোই গুম, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি না হয়। জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখকষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।’
সকালে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। তা সত্ত্বেও বিএনপি প্রতিবারই ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম ও লড়াই করেছে বারবার। বিএনপিকে ধ্বংস করে ফেলার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপি প্রতিবারই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে ফিরে এসেছে। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরফত আলী সপু, সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব, তানভীর আহমেদ রবিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তিনি এখন দলের চেয়ারপারসন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় কারান্তরীণ ছিলেন। ৮০ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী মামলা, কারাভোগ ও পরে অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় নেই। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান।
বিভিন্ন স্থানে কর্মসূচি পালন : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। গাইবান্ধায় বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে যশোর জেলা বিএনপি আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, অস্ত্র হাতে লড়াই করেছেন। দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করেছেন। তিনি বলেন, দেশপ্রেমের মাত্রা যে শতভাগ হতে হয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত জিয়াউর রহমান। আর সে কারণেই দেশের মানুষ আজও তাঁকে স্মরণ করে। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ৩টায় বাটার মোড় থেকে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। বগুড়ায় সকাল সাড়ে ১০টায় শহরের দত্তবাড়ি জিয়াউর রহমান শিশু হাসপাতালে জেলা বিএনপির উদ্যোগে ও ড্যাবের সহযোগিতায় ফ্রি চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
খুলনা মহানগর ও জেলা বিএনপির সমাবেশ গতকাল নগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচন বন্ধ করতে পারে। বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না। বাংলাদেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দেবে। পছন্দের মানুষকে নির্বাচিত করবে। তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে জয়ী হবে বিএনপি।
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বোর্ডবাজার এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা বিএনপির উদ্যোগে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ড. আসাদুজ্জামান রিপন। নোয়াখালী প্রেস ক্লাব সড়কে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেন, বাংলাদেশের রাজনৈতিক আকাশ এত পরিষ্কার নয়। বিভিন্নভাবে দেশিবিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘ ধরেছে। নির্বাচন নিয়ে কথা উঠেছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সঙ্গে আছে। শুধু বিএনপি নয়, জনগণ আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নেবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিকালে ফতুল্লা পাসপোর্ট অফিসের সামনে থেকে র্যালি শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে ভুঁইগড় এলাকায় গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প হয়েছে নীলফামারীর মাহাবুবা মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে। জেনারেল হাসপাতালে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের দলীয় অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুরে র্যালি, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। টাঙ্গাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদের নেতৃত্বে সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে বান্দরবান জেলা বিএনপি। নরসিংদীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির জেলা কার্যালয় থেকে র্যালি বের করা হয়। জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এই র্যালি বের হয়। র্যালিতে জেলা-উপজেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। দিনাজপুরে র্যালি ও আলোচনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। নানা আয়োজনে শেরপুরে পালিত হয়েছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। দিনব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ভাষণ প্রচার করা হয়। বিকালে শহরময় বর্ণাঢ্য র্যালির পরে শহরের বঘুনাথ বাজারে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।