চলতি বছরের আগস্ট মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের আগস্টে ৯.৫২ শতাংশ, ২০২৩ সালের আগস্টে ৯.৯২ শতাংশ ও ২০২৪ সালের আগস্টে সাধারণ বা সার্বিক খাতে মূল্যস্ফীতির হার ছিল ১০.৪৯ শতাংশ।
এদিকে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। যদিও হারের পার্থক্য কম, তবে খাদ্যপণ্যের দাম এখনো বাড়তির দিকেই রয়েছে। গত বছর এ সময় খাদ্য মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ, অর্থাৎ এক বছরে কিছুটা নিয়ন্ত্রণে এলেও বাজারে দাম এখনো অনেক বেশি।
অন্যদিকে খাদ্য বহির্ভূতখাতে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। প্রতিবেদনে বিবিএস জানায়, খাদ্য ছাড়া অন্যান্য পণ্য ও সেবায় (যেমন- ভাড়া, পোশাক, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি) মূল্যস্ফীতি হয়েছে কমে ৮ দশমিক ৯০ শতাংশ। যা জুলাই মাসে ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ। এ খাতে কিছুটা কমলেও এখনো তা উচ্চপর্যায়ে রয়েছে। তবে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো সাধারণ মানুষের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। পাশাপাশি ব্যবসায়ীরাও চাপ অনুভব করছেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        