নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং নেতা নাহিয়ান ইভান (২৫) নামের যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রবিবার রাতে ওসমানী পৌর স্টেডিয়ামের পূর্বদিকের সড়কে এ ঘটনা ঘটে।
ইভান ইসদাইর এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ইভ টিজিং, কিশোর গ্যাংয়ের নেতৃত্বসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানান, ইভানের সঙ্গে ইসদাইর রেললাইন বস্তির সাইফুল ও তার ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সংঘর্ষ হয়েছে। মাসখানেক আগে সাইফুল ও তার দুই সহযোগীকে চোর আখ্যা দিয়ে মারধর করেন ইভান। এরপর থেকে সাইফুল ও তার সহযোগীরা ক্ষিপ্ত ছিলেন। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই শহিদুল জানান, সাইফুল, বাবু ও তাদের আরেক ভাইসহ কয়েকজন সন্ত্রাসী ইভানকে কুপিয়ে জখম করে। ইভানের সহোযোগীরা তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হলে মারা যান ইভান। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।