ছাত্রলীগের নির্যাতনে ২০১৯ সালের ৬ অক্টোবর নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে শ্রদ্ধা, ভালোবাসায় স্মরণ করল মানুষ। আবরার ফাহাদের স্মরণে গতকাল রাজধানীর পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি উদ্বোধন করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী, স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদী, আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে তার কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। আবরারের মৃত্যুর ছয় বছর পার হলেও হত্যার রায় কার্যকর না হওয়ায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে রায় বাস্তবায়নের দাবি জানান। বিকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে শহীদ আবরার ফাহাদের হত্যার সুষ্ঠু বিচার ও রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করে শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগারের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে সেমিনার ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সালে কুষ্টিয়ায় আমাকে যারা নির্মমভাবে আক্রমণ করেছিল, তারা চেয়েছিল আমি যেন আর না বাঁচি। আল্লাহর ইচ্ছায় আমি বেঁচে গেছি। আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করেননি। আবরার যে আত্মত্যাগ করেছে, তা দেশের তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলেছে। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আবরার ফাহাদ শহীদ হতে পেরেছেন, আমি পারিনি।
সেমিনারে আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, আবরার ফাহাদ কোনো একটি দলকে প্রতিনিধিত্ব করেননি। আবরার ফাহাদ সার্বভৌমত্বের প্রতীক।
অনুষ্ঠানে মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাময়িকী জবান সম্পাদক রেজাউল করিম রনি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী প্রমুখ বক্তব্য দেন।
এদিকে, শহীদ আবরার ফাহাদের মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত শহীদ আবরার ফাহাদ স্মরণে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মোজাম্মেল হোসাইন আবির।
এদিকে, আবরার ফাহাদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ অন্যান্য নেতা-কর্মী।