রাজধানীর যাত্রাবাড়ীতে দোকানের দেয়াল কেটে ১২৫ ভরি সোনা ও আড়াই লাখ টাকা চুরি হয়েছে। সোমবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন রায়হান সুপার মার্কেটের ২য় তলায় লিলি গোল্ড হাউজ নামে একটি দোকানে এ ঘটনা ঘটে। গতকাল দোকানটির মালিক জাকির বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দোকান মালিক জাকির দাবি করছেন ১২৫ ভরি সোনা ও আড়াই লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। থানা পুলিশসহ অন্যান্য সংস্থা তদন্ত শুরু করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই সালাউদ্দিন বলেন, সোনার দোকানটির পাশে দোকান থেকে ড্রিল মেশিন দিয়ে দেয়াল কেটে চুরির ঘটনা ঘটানো হয়েছে। পাশের দোকানের লোকজন পলাতক রয়েছে। তারা ২ মাস আগে দোকানটি ভাড়া নিয়ে অনলাইনে থ্রি-পিস বিক্রির কাজ করতো। এজন্য প্রাথমিকভাবে সন্দেহ করছি, ওই দোকানের ৩ জন লোক পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।