দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা। এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ২৪২ জন, এর মধ্যে ডিএসসিসি এলাকারই ১২১ জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৮ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, ঢাকা বিভাগে ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০২ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১০০ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে দুজন রয়েছেন। দেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ১৫ জন, মারা গেছে ২৪২ জন।