উৎসবমুখর পরিবেশে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান। এ উপলক্ষে গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত পত্রিকাটির কার্যালয় হয়ে উঠেছিল উৎসবমুখর। দেশি-বিদেশি বিশিষ্টজন, কূটনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য প্রতিনিধিদের পদচারণে মুখর হয়ে ওঠে। এ সময় অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)-এর চেয়ারম্যান সাফওয়ান সোবহান। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি, কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা, ডেইলি সানের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মন্জুরুল ইসলাম, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলা নিউজ২৪-এর সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, ডেইলি সানের নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম, নিউজ ২৪ টিভির বার্তাপ্রধান শরিফুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, ডেইলি সানের এই ১৫ বছর পূর্তির অংশ হতে পেরে আমি সত্যিই সম্মানিত। এই যাত্রাটি আমি বহু বছর আগে শুরু করেছিলাম। আমি ডেইলি সান টিমকে বলেছি অগ্রগতি ও উন্নয়ন প্রতিদিনের কাজ। ডেইলি সান নিয়ে সহকর্মী, বন্ধু এবং কূটনীতিকদের দিকনির্দেশনা ও আশীর্বাদ কামনা করছি। যাতে অংশীদার হিসেবে আমাদের অঙ্গীকার, সত্য ও নিরপেক্ষ ভূমিকা পূরণ করতে পারি।
ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস তাঁর বক্তব্যে বলেন, ডেইলি সান সাংবাদিকতার সর্বোচ্চ মানদণ্ড অর্থাৎ সঠিকতা, নিরপেক্ষতা এবং ন্যায্যতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের পাঠকদের পক্ষ থেকে আমাদের ওপর যে বিশাল আস্থা রাখা হয়েছে, তা স্বীকার করি এবং সেই আস্থাকে সম্মান জানাতে বদ্ধপরিকর। এ সময় ডেইলি সান সত্য ও নিরপেক্ষতার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিরাও ডেইলি সানের সাংবাদিকতার প্রশংসা করেন।
২০১০ সালের ২৪ অক্টোবর পথ চলা শুরু করা ডেইলি সান শুরু থেকেই সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।