মানব সভ্যতার ইতিহাসে খৎনার ইতিহাস অনেক পুরানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পুরুষের খৎনা এইচআইভি প্রতিরোধে একটি কার্যকর ব্যবস্থা। তবে সম্প্রতি ডেনিশ এক গবেষণায় দেখা গেছে, ১০ বছরের নিচে খৎনা দেওয়া ৪৬ শতাংশ শিশুরই অটিজম হওয়ার ঝুঁকি থাকে। আর ৫ বছরের নিচে খৎনা দেওয়া শিশুর এ ঝুকিঁ থাকে দ্বিগুণ। খবর ডেইলি মিররের
ডেনমার্কের রয়্যাল সোসাইটি অব মেডিসিন জার্নালে সম্প্রতি গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়। ৩ লাখ ৪০ হাজার শিশুর উপর গবেষণাটি করা হয়। এতে বলা হয়েছে, খৎনার সময় শিশুরা মানসিকভাবে যে কষ্ট পায় তা থেকে এ সম্ভাবনা তৈরি হয়। খৎনার সময় এবং পরবর্তী যন্ত্রণা কোনো শিশুকে অটিজমে ভোগাতে পারে।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, বিজ্ঞানীরা মনে করছেন খৎনাকালীন ব্যথা পরে তীব্রতর হয় এব্ং শিশু মানসিকভাবে আঘাত পায়। প্রাণী এবং মানুষ উভয়ক্ষেত্রে এটি ঘটে। নবজাতক অবস্থায় যে ব্যাথা অনূভুত হয় শিশুর স্নায়ু-মানবিক উন্নতি, আচরণগত এবং মানসিক বৃদ্ধিতে তা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।
গবেষণা পরিচালনাকারী কোপেনহেগেনের দ্য স্টেটেনস সেরুম ইনস্টিটিউটের অধ্যাপক মর্টেন ফ্রিশ্চ বলেন, আমাদের গবেষণাটি হয়েছে মুলত শিশুদের উপর। সেক্ষেত্রে প্রাণিদেরও পর্যবেক্ষণ করা হয়েছে। তবে গবেষণাটি নিয়ে ভিন্নমত পোষণ করেছেন অনেকেই।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি ২০১৫/শরীফ