নখের গোড়ায় সবারই কম-বেশি অর্ধচন্দ্রাকৃতির দাগ থাকে। কারো দাগ ছোট, কারো বড়। কারো সব আঙ্গুলে এ দাগ থাকে। কারও সব আঙ্গুলে থাকে না। অনেকেই জানেন না এইসব দাগ আপনার সুস্থতা-অসুস্থতা নির্দেশ করে। আসুন জেনে নিই কোন ধরনের দাগ কী নির্দেশ করে-
এই দাগকে বলা হয় 'লুনালা'। এটি আঙ্গুলের শিরা-উপশিরাগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। ন্যাচারাল হেলথ টেকনিকস নামের জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, এই লুনালার রঙ, আকৃতি আপনার শরীরের নানা কথা জানান দেয়।
১. এই অর্ধচন্দ্রাকৃতি দাগ যদি কারও একেবারেই না থাকে তাহলে তা রক্তাল্পতার লক্ষণ।
২. ধূসর বা নীলচে লুনালা ডায়াবেটিসের সম্ভাবনার ইঙ্গিত দেয়।
৩. লাল আভাযুক্ত লুনালা কার্ডিওভাস্কুলার সমস্যায় ভোগার কথা জানান দেয়।
৪. লুনালা একেবারেই না থাকা বা ছোট আকৃতির হওয়া মেটাবলিজমের স্বল্পগতি বা শরীরে মাত্রাতিরিক্ত বিষাক্ত পদার্থের উপস্থিতি জানান দেয়।
৫. একজন সুস্থ মানুষের হাতের ১০ আঙ্গুলে মোট ৮টি লুনালা থাকবে। কনে আঙ্গুলে লুনালা না থাকাই সুস্থতার লক্ষণ।
৬. ছোট করে কাটা অবস্থায় আঙ্গুলের নখের যা আয়তন, একজন সুস্থ মানুষের লুনালা তার পাঁচ ভাগের একভাগ আয়তন বিশিষ্ট হবে।
৭. লুনালা যত সাদা ও স্পষ্ট হবে ততই ভালো।
বিডি-প্রতিদিন/এস আহমেদ