কোন না কোন ভাবে শিশুরা মিথ্যা কথা বলতে শিখে যায়। যখন আপনি প্রথম আপনার সন্তানকে মিথ্যা বলতে শোনেন তখন আপনি খুবই বিস্মিত হন! কী কারণে শিশুরা মিথ্যা বলে,কীভাবে তাদের সত্যি বলায় উদ্বুদ্ধ করা যায়- সে ব্যাপারে জেনে নিন-
সাধারণত শিশুরা যেসবকারণে মিথ্যা বলে
*মিথ্যা কথা বলছে এটা শোনার পর আপনি কি প্রতিক্রিয়া দেখান শিশুরা তা দেখার জন্য অনেক সময় মিথ্যা বলে থাকে।
* নিজেদের গল্পকে আরো রোমাঞ্চকর করে তোলার জন্য অথবা নিজেদের সম্পর্কে আরো ভালো অবস্থান তৈরি করার জন্য।
* মনোযোগ আকর্ষণের জন্য যদিও সে জানে যে আপনি সত্যিটা জানেন। কোন কিছু পাওয়ার জন্য যেমন- দাদি বা নানিকে বলা যে, ‘মা আমাকে ডিনারের আগে ললি দেয়’।
কখন মিথ্যা বলা শুরু করে
শিশুরা খুব ছোটবেলা থেকেই মিথ্যা বলা শুরু করে সাধারণত ৩ বছর বয়স থেকে। শিশু তখনই মিথ্যে বলা শুরু করে যখন সে বুঝতে পারে যে আপনি তার মন বুঝতে পারছেন না। ৪-৬ বছরের শিশুরাই বেশি মিথ্যে কথা বলে। তবে ৮ বছর বয়সে শিশুরা সফলভাবেই মিথ্যা বলতে পারে যা অন্যরা ধরতে পারে না।
আপনার শিশুকে সত্যি বলার জন্য উদ্বুদ্ধ করবেন যেভাবে
সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে পারার মত শিশু যখন বড় হয় তখন তাকে সত্য বলার জন্য উদ্বুদ্ধ করা ও সহযোগিতা করা ভালো। আপনার পরিবারে সত্য বলার প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্ব আরোপ করুন এবং সত্য বলার জন্য আপনার সন্তানের প্রশংসা করুন। তাকে সততার বিষয়ে ম্যাসেজ পাঠাতে পারেন এবং সে যখন মিথ্যা বলে তখন সেটা আপনি পছন্দ করেন না এটাও তাকে বলুন। সত্যি বলতে শিশুকে উৎসাহিত করতে আরও জেনে নিন-
* শিশুদের মিথ্যা বলার প্রয়োজন পড়ে এমন কোন পরিস্থিতি এড়িয়ে যেতে সাহায্য করুন। যদি আপনার সন্তানকে দেয়া দুধের গ্লাস থেকে দুধ চলকে পড়ে যায়, তাহলে তাকে এবং তখন যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে বাকি দুধ কোথায় গেল তখন সে মিথ্যা বলতে প্রলুব্ধ হতে পারে। এটা এড়িয়ে যাওয়ার জন্য আপনি বলুন, এখানে দেখছি দুধের সঙ্গে একটা অঘটন ঘটে গেছে, চল পরিষ্কার করে ফেলি।
* যদি আপনার সন্তান কোন বিষয়ে গল্প তৈরি করে তাহলে তাকে বলতে পারেন, ‘এটা খুবই ভালো একটি গল্প হয়েছে, আমরা এটিকে বই আকারে প্রকাশ করতে পারি’। এর ফলে তার মধ্যে কল্পনাশক্তি বৃদ্ধি পাবে তবে মিথ্যাকে অনুৎসাহিত করে।
* শিশুদের মানুষের শ্রদ্ধা বা সম্মান পাওয়ার গল্প শোনাতে হবে। যদি আপনার সন্তানের সাথে এমন কিছু ঘটে তাহলে তার প্রশংসা করুন। তাই যখন সে নতুন কিছু শিখে তখন তার আত্মবিশ্বাস অনেক গুণ বৃদ্ধি পায়।
* শিশুরা যখন কোন ভুল করে তা স্বীকার করে তার জন্য তার প্রশংসা করুন। সততার মূল্য সম্পর্কে বুঝানোর জন্য গল্প বলুন বা গল্পের বই পড়ে শোনান যেমন- রাখাল ছেলের বাঘ নিয়ে মিথ্যা বলার গল্পটি শোনান। সূত্র: ইন্টারনেট।
বিডি প্রতিদিন/এ মজুমদার