শিরোনাম
২৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৭

মিলানে ব্যতিক্রমী ফ্যাশন প্রদর্শনী

অনলাইন ডেস্ক

মিলানে ব্যতিক্রমী ফ্যাশন প্রদর্শনী

রানওয়েতে মডেলরা আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটেন, বিখ্যাত সব ডিজাইনারের নকশা করা পোশাকের সৌন্দর্য দর্শকের সামনে তুলে ধরেন। কিন্তু ব্যতিক্রম দেখা গেল মিলান ফ্যাশন উইকে।

পোশাক প্রদর্শনী করতে এসে রানওয়েতে ওপর একের পর এক মডেল পড়ে যাচ্ছেন। জানা গেছে, এটি ক্রিয়েটিভ ডিরেক্টর বিট কার্লসনের ডেবিউ শো। AVAVAV নামে এ শোটি করা হয়। এতে যেসব পোশাক সংগ্রহ দেখানো হয়েছে তার নাম দেওয়া হয়েছে ‌‌‘ফিলথি রিচ’।

মডেলরা কেন পোশাক প্রদর্শন করতে এসে একের পর এক পড়ে গেছেন তার ব্যখ্যাও দিয়েছেন বিট কার্লসন। বিট কার্লসন জানান, এর মাধ্যমে তিনি মানুষের জীবনের সাফল্য ও ব্যর্থতাকে তুলে ধরতে চেয়েছেন। 

ইনস্টাগ্রামে বিট কার্লসন আরও জানান, আমি আগে অর্থ উপার্জনের জন্য মরিয়া হয়ে থাকতাম। যেদিকেই তাকাতাম দেখতাম, মানুষ এ নিয়েই আলোচনা করছে। অনেকেই নিজেকে ধনী দেখানোর চেষ্টা করেন উদ্ভট পোশাক আশাকের মাধ্যমে। তারা ব্যর্থতাকে ভয় পান। ব্যর্থতা থেকে মানুষের এমন পলায়নপর আচরণই তিনি ফ্যাশনের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর