১৮ নভেম্বর, ২০২২ ১৮:৫৫

আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যালে রাসেল আহমেদ

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যালে রাসেল আহমেদ

রাসেল আহমেদ

ইউরোপের দেশ পোলান্ডে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘১২তম আন্তর্জাতিক ইয়ুথ ক্রিয়েটিভিটি ফোক ইন্সপিরেশন ফেস্টিভ্যাল’। এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তরুণ প্রজন্মের প্রতিভাবান নৃত্যশিল্পী মোহাম্মদ রাসেল আহমেদ। 

এ নিয়ে তিনি বলেন, ‘একই উৎসবে চারটি শো করেছি। মূলত বাংলাদেশের ফোক নাচকেই বিশ্ব মঞ্চে তুলে ধরেছি। সেখানে দেশের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, দেশের গান, লোকজ ঐতিহ্য নাচের মাধ্যমে তুলে ধরেছি। এমন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মজার বিষয় হলো সেখানের দর্শক সব বিদেশি। তারপরও তারা আমাদের নাচের সঙ্গে একাত্ব হয়ে যায়। অনেক প্রশংসা পেয়েছি। বাংলাদেশ ছাড়াও এই উৎসবে ইউক্রেন, ফিলিস্তিন, বেলজিয়াম, জিম্বাবুইয়ে, মেক্সিকোসহ অনেক দেশ অংশ নিয়েছে।’

এবারই প্রথম নয়, রাসেল এরই মধ্যে কুয়েত, কাতার, মালেশিয়া, সিঙ্গাপুর, জাপান, পোলান্ডসহ ১৫টি দেশে নৃত্যপরিবেশন করেছেন।  
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর