২০ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৫৪

প্রথমবারের মতো নাদির অন দ্যা গো’র মিটাপ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো নাদির অন দ্যা গো’র মিটাপ অনুষ্ঠিত

প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নাদির অন দ্যা গো এর মিটাপ। এতে উপস্থিত ছিলেন ১৩০০ নাদির ভক্ত। যারা সরাসরি নাদিরের সাথে কথা বলা এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছে।

সোমবার শেয়ারট্রিপের সৌজন্যে এ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এর আয়োজক হিসেবে ছিল মার্বেল বি ইউ। 

নাদির অন দ্যা গো একজন পুরস্কার প্রাপ্ত কন্টেন্ট নির্মাতা। দেশসহ পৃথিবীব্যাপী লাখের অধিক ফলোয়ার তার কন্টেন্ট দেখে।

নাদির মার্বেল অব টুমোরো, বাংলাদেশের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার প্ল্যাটফর্ম এর ট্রাভেল ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ী।

অনুষ্ঠানটি কন্টেন্ট পার্টনার হিসেবে উজ্জীবিত করেছে ডিজিটাল ‘কন্টেন্ট ক্রিয়েটর অরিজিনালস’।এছাড়াও সার্ভিস পার্টনার হিসেবে ছিল ‘ইউনিভার্সিটি অব স্কলার্স’ এবং কমিউনিটি এনগেজমেন্ট পার্টনার হিসেবে ছিল ‘কলোনি অব  আর্টস’।

নাদির বলেন, ‘এটা আমার জন্য দারুণ একটি দিন ছিল আমার ভক্তদের সাথে দেখা করতে পেরে। আমি মার্বেল বি ইউ এবং শেয়ার ট্রিপের কাছে কৃতজ্ঞ এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। ভক্তদের সাথে দেখা করে সত্যিই দারুণ লাগছে।’

বিডি-প্রতিদিন/বাজিত

সর্বশেষ খবর