ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মধ্যে বাকযুদ্ধ চলছেই। এবার উত্তর প্রদশেরে মৌ’তে এক নির্বাচনী প্রচারণায় মমতাকে তুলোধোনা করলেন নরেন্দ্র মোদি। মোদি বলেন, বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করে তৃণমূলকে কড়া জবাব দেবে বিজেপি।
মমতাকে এক হাত নিয়ে মোদি অভিযোগ করেন, উনি আমাকে প্রধানমন্ত্রী হিসাবে মানেন না। তবে তিনি হিন্দুস্তানের প্রধানমন্ত্রীকে না মানলেও, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে মানেন । উত্তর প্রদেশের মাটিতে দাঁড়িয়ে মমতাকে নিয়ে এভাবে তির্যক মন্তব্য করেন মোদি।
মোদির অভিযোগ, পশ্চিম মেদিনীপুর, ঠাকুরনগর, কোচবিহারে তৃণমূলের গুন্ডারা হামলা চালিয়েছে। মমতার আমলে পশ্চিমবঙ্গে অরজাকতা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, অমিত শাহের রোডশোয়ে ব্যাপক উত্তেজনার পিছনে মমতা সরকারের ইন্ধন রয়েছে।
উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচন ২০১৯ কে কেন্দ্র করে শুরু থেকেই নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জি, একে অপরকে দোষারোপ করে আসছেন। সর্বশেষ যাদবপুরের এক সভা থেকে মমতা- নরেন্দ্র মোদি ও অমিত শাহকে দাঙ্গাবাজ বলে সমালোচনা করেন। সূত্র : জি নিউজ বাংলা।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        