২৪ মে, ২০১৯ ০৯:১৭

বিশাল জয়ে যে মিথ ভেঙে দিলেন মিমি

অনলাইন ডেস্ক

বিশাল জয়ে যে মিথ ভেঙে দিলেন মিমি

ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে যাদবপুরে প্রার্থী হয়েছিলেন বাংলা সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী।

বিপরীতে ছিলেন বামফ্রন্টের বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও বিজেপির অনুপম হাজরা।

প্রায় ২ লাখেরও বেশি ভোটের ব্যবধানে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন তিনি।

নির্বাচনে জয়ের পর মিমি বলেন, “আজ আমার বলতে দ্বিধা নেই যে যাদবপুরে শুধু তাবড় শিক্ষক, প্রফেসর বা আইনজীবী নির্বাচনে দাঁড়ালে মানুষ ভোট দেবে— যাদবপুরের এই মিথ আমি ভেঙে দিয়েছি।”

তিনি আরও বলেন, “যাদবপুর শুধু ‘রেড ব্লক’ এটা আর বলা যাবে না। যাদবপুর থেকেই এখনও পর্যন্ত যত সংখ্যক ভোট পেয়েছি আমি, সেই সংখ্যাটাই প্রমাণ করে মানুষ ‘ইয়ুথকে’ চেয়েছে। পাশে দাঁড়িয়েছে। আমাদের দলের সকলের সম্মিলিত পরিশ্রমের ফল এই জয়।”

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে মিমির দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ২২টি আসন। নরেন্দ্র মোদির বিজেপি পেয়েছে ১৮টি। আর বাকি দুটি পেয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর