২৬ মে, ২০১৯ ১১:১৭

'সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করেছে বিরোধীরা'

অনলাইন ডেস্ক

'সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করেছে বিরোধীরা'

ফাইল ছবি

দ্বিতীয়বার নির্বাচনে জয়ী হওয়ার পর বিরোধীদের সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে প্রতারণা করছে তারা। শনিবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ শিবিরের জয়ী সদস্যদের উদ্দেশে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, গরিব এবং সংখ্যালঘুরা নানাভাবে প্রতারিত হচ্ছেন। তাদের শিক্ষা বা স্বাস্থ্যের দিকে নজর দেয়া যেত, যা হয়নি। এনডিএ শিবিরের সাংসদদের উদ্দেশ্যে মোদি বলেন, ২০১৯ সালের জয়ের পরে আশা করবো এই প্রতারণার পদ্ধতিকে আপনারা দূর করবেন। আমাদের সকলের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে।

উল্লেখ্য, সংখ্যালঘু বিরোধী হিসেবে বিজেপির দুর্নাম রয়েছে। কিন্তু মোদির দাবি ভোট ব্যাংকের স্বার্থে বিরোধীরা কেবল সংখ্যালঘুদের ব্যবহার করেছে এবং তাদের ঠকিয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর