১৪ অক্টোবর, ২০১৯ ১৩:২১

বিএনপি'র ভারত বিরোধী ট্যাবলেটে আর কাজ হবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি'র ভারত বিরোধী ট্যাবলেটে আর কাজ হবে না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ভারত বিরোধী ট্যাবলেট আর কাজ করবে না। তিনি বলেন, চট্টগ্রাম, চালনা বা মোংলা বন্দর ভারত ব্যবহার করলে আমরাই লাভবান হবো। আমাদের আয় হবে। শুল্ক আসবে। বিএনপি নেতারা এটা বুঝেন না যে তা নয়। তারা এটা বুঝেন, তবুও তার মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছেন। আজ দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বুয়েটে আন্দোলনকারী ছাত্রদের সকল দাবি মেনে নেয়া হয়েছে। দাবি-দাওয়া মেনে নেয়ার পরও তারা কেন আন্দোলন করবে? তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি বিএনপিসহ একটি মহল এ ঘটনাকে পুঁজি করে ফায়দা লুটার চেষ্টা করছে। এখানে শিবির ঢুকে পড়েছে। তারা ছাত্রদের আবেগের সুযোগ নিচ্ছে। 

ছাত্র রাজনীতি বন্ধের প্রসঙ্গ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বুয়েটে ছাত্র রাজনীতি সাময়িক বন্ধ হলে সেটি ভাল। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকলে তার নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, তবে যারা দেশে ছাত্ররাজনীতি বন্ধের জন্য বিশেষজ্ঞ মতামত প্রচার করছেন তাদের উদ্দেশ্য ভাল নয়। তারা বিরাজনীতিকরণের চেষ্টায় লিপ্ত।
 
বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর