শিরোনাম
১৮ অক্টোবর, ২০১৯ ১৮:২৮

নওগাঁয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় সরকার: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় সরকার: খাদ্যমন্ত্রী

উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে বর্তমান সরকার নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। ইতোমধ্যেই সেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

শুক্রবার দুপুরে জেলার নিয়ামতপুর উপজেলার সাতরাবিল এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবিত স্থান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী নওগাঁ সদর উপজেলার তালতলী এলাকায় প্রস্তাবিত আরো একটি স্থান পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। এ সময় নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সলিম উদ্দিন তরফদার, জেলা আওয়ামী লীগের সহ-সভপতি নির্মল কৃষ্ণ সাহা, জেলা প্রশাসক হারুন অর রশীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জেলা শহরের খানিকটা দূরে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্থান নির্ধারণ করে শিগগিরিই প্রস্তাবনা পাঠানো হবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর