বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদলের মরদেহ ব্যাঙ্গালোর থেকে বাংলাদেশে আনার দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এঈ বীর মুক্তিযোদ্ধা পরিবারের অন্যান্য সদস্যরা আজ বৃহস্পতিবার বিকাল নাগাদ সেখানে পৌঁছাবেন।
ইতিমধ্যেই বাংলাদেশের দিল্লি মিশনের একজন কর্মকর্তা রওয়ানা দিয়েছেন। ঘন্টাখানেকের মধ্যে তিনি সেখানে পৌঁছাবেন বলে জানা গেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোষ্টে এসব তথ্য জানিয়ে বলেন, ইনশাআল্লাহ আগামীকাল পরিবারের সদস্যবৃন্দ মরদেহ নিয়ে বাংলাদেশে ফিরে আসবেন। ফ্লাইট নিশ্চিত হলে জানিয়ে দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ