৯ নভেম্বর, ২০১৯ ১৭:৩৬

'দুর্নীতিবাজ লুটেরা সিন্ডিকেট এখন বড় চ্যালেঞ্জ'

মাগুরা প্রতিনিধি

'দুর্নীতিবাজ লুটেরা সিন্ডিকেট এখন বড় চ্যালেঞ্জ'

জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সভাপতি জাতীয় সংসদের তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতিবাজ লুটেরা সিন্ডিকেট। এই সিন্ডিকেট প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসনিার নের্তৃত্বে চলমান শুদ্ধি অভিযানের পক্ষে ঐক্য গড়ে তুলতে হবে। 

আজ শনিবার দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য দেশে যখনই ভালো কিছু হয় তখন বিএনপি-জামায়াত সরকার পতনের ষড়যন্ত্র করে। অতীতে জঙ্গীবাদ বিরোধী অভিযোনের সময় তারা একই কাজ করেছে। তারা সব সময় দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়।

অনুষ্ঠানে মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি রবিউল আলম, কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক এমপি আব্দুল মতিন মিয়া, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারী জোট নেত্রী আফরোজা হক রিনা, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফিউদ্দিন মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুলাহিল কাইয়ুম, কেন্দ্রীয় সদস্য জাহিদ আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমির চক্রবর্তী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু প্রমুখ। 
    
প্রধান অতিথির বক্তব্যে ইনু আরও বলেন, বাংলাদেশ এখন একটি নতুন রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে। জাসদের সুশাসনের সংগ্রাম-শেখ হাসিনার শুদ্ধি অভিযানের পরিপূরক। কোন অপরাধী বা দুর্নীতিবাজদের ঠিকানা যেন কোন রাজতৈনিক দলে না হয়। সব লুটেরা দুর্নীতিবাজদের ঠিকানা খালেদা জিয়ার পাশে জেল খানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখন শুদ্ধি অভিযান চলছে, তখন বিএনপি-জামায়াত দুর্নীতিবাজদের রক্ষার চেষ্টা চালাচ্ছে। দেশে যখন জঙ্গি দমন করা হচ্ছিল তখনও বিএনপি-জামায়াত শেখ হাসিনার সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল। চরম দুর্নীতিবাজ বেগম খালেদা জিয়া তারেক রহমানকে মাথার তাজ বানিয়ে দুর্নীতির পক্ষে কথা বলা সাজে না।  

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর