স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জনগণ যখন পুলিশের সাথে এক কাতারে দাঁড়ায় তখন কোনো চ্যালেঞ্জই আর চ্যালেঞ্জ থাকে না। যেমনটি হয়েছিল সন্ত্রাস ও জঙ্গি দমনে। বগুড়ায় এমনও ঘটনা ঘটেছে- মা তার জঙ্গি ছেলেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিয়েছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুখ্যাত জঙ্গিদের অবস্থান এক সময় এই ময়মনসিংহে ছিল। একে একে চিহ্নিত করে সেগুলো দূর করেছি। সন্ত্রাস আজকে নেই বললেই চলে। ইভটিজিং একটি ব্যাধিতে পরিণত হয়েছিল। সেই জায়গাতে পুলিশ প্রশাসন, নির্বাচনী জনপ্রতিনিধি এবং সমাজসেবকরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সেজন্যই সমাজের এই ব্যাধি আমরা দূর করতে পেরেছি।’
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত ‘অন্তঃজেলা পুলিশ সুপার মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এবং নিরাপদ সড়ক আন্দোলন বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সুন্দরবন এলাকার জলদস্যুরা ইতিমধ্যে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। ফলে সুন্দরবনকে আমরা জলদস্যুমুক্ত করতে সক্ষম হয়েছি। টেকনাফের শত শত মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। কিছুদিনের মধ্যে মহেশখালীতে আরও মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী আত্মসমর্পণ করতে যাচ্ছে।’
এরআগে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইন্সে ‘চেতনায় অম্নান’ জাতির জনকের ভাষণ সম্বলিত ম্যুরাল এবং কোতোয়ালী মডেল থানা ও ভালুকা মডেল থানা অনলাইন জিডির (লস্ট ও ফাইন্ড) পরীক্ষামূলক উদ্বোধন করেন।
ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, মনিরা সুলতানা এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
এ সময় জাতীয় সংসদ সদস্যগণ, লেখক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, যাদুশিল্পী জুয়েল আইচ, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা মঞ্চে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        