১৭ নভেম্বর, ২০১৯ ১৬:৫০

'আগামী দুই সপ্তাহের মধ্যে পিয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে'

অনলাইন ডেস্ক

'আগামী দুই সপ্তাহের মধ্যে পিয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে'

ড. আব্দুর রাজ্জাক (ফাইল ছবি)

চলতি মৌসুমে পিয়াজ তোলার সময় আমদানি বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই আয়োজিত এক সেমিনার শেষে এ কথা জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী বলেন, হঠাৎ এভাবে ভারত পিয়াজ রফতানি বন্ধ করবে এটা আমরা চিন্তাও করি নাই। আমরা এবার চিন্তা করেছি, এখনও সিদ্ধান্ত হয় নাই, পিয়াজ তোলার মৌসুমে আমদানি বন্ধ রাখবো, যাতে আমাদের চাষীরা সঠিক মূল্য পায়।

আগামী দুই সপ্তাহের মধ্যে পিয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে বলেও আশা জানিয়েছেন তিনি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর