আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের শ্রম-পরিবেশ উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বস দিয়েছে। সংস্থাটি আমাদের শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম-পরিবেশ উন্নয়নে আরও বিষদভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানান আইনমন্ত্রী।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর পতিয়াইনেন’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
আইনমন্ত্রী আরও বলেন, আমরা এ সংস্থার কাছে যে কমিটমেন্ট দিয়েছি, সেটা পূরণ করতে পেরেছি। এছাড়া আমাদের ওপর যে দায়িত্ব আছে সেগুলি সফলভাবে সম্পন্ন করার জন্য আইএলও প্রযুক্তিগত সহায়তাসহ অন্য সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি বলেন, আমরা যে স্ট্যান্ডার্ড অ্যাচিভ করতে চাচ্ছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা সফল করতে শ্রমিকদের যে অধিকার প্রয়োজন সেজন্য আইএলও'র সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। সেটি নিয়েই আলোচনা করেছি ও সহযোগিতা চেয়েছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        