''মাদকের ভয়াবহতা রুখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ মাদক তরুণ প্রজন্মের ভবিষ্যতকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের পূর্বসূরিরা পরাধীনতার শৃঙ্খলা ভেঙে যখন মুক্তি দিতে পেরেছেন, তাদের উত্তরাধিকারী হিসেবে আমাদের সকল প্রতিকূলতা ভেঙে এগিয়ে যেতে হবে।''
শনিবার বিকালে মৌলভীবাজার সরকারি কলেজে মাদক জঙ্গিবাদ সন্ত্রাস ও গুজব প্রতিরোধ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার কর্ণফূলীর নিচে টানেল নির্মাণ, পদ্মাসেতু তৈরি, আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানো, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এছাড়া সকল জেলাগুলোকে চার লেন এবং সকল রেল লাইনকে ডুয়েল গেজে নিয়ে আসা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী। এ সময় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর-রাজনগর আসনের সাংসদ নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌর মেয়র ফজলুল রহমান।
এর আগে, সকালে মন্ত্রী পৌরসভা হলরুমে পৌরসভা ও নগর সমন্বয় কমিটির সভায় যোগদান করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        