কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জঙ্গি কর্মকাণ্ড করে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে দেশে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু জনগণ নৈরাজ্য সৃষ্টিকারীদের বদলে উন্নয়নের রুপকার শেখ হাসিনার সরকারকে বিজয়ী করেছে।
রবিবার দুপুরে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে নরসিংদীর শিবপুর উপজেলার কলেজ গেইটে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আজ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুধামুক্ত করতে এই দেশের কৃষককেও লাভজনক কৃষির সাথে জড়িত করবে। এই সরকারের নেতৃত্বে পূর্বাচলে কৃষিমান নিয়ন্ত্রণ গবেষণাগার ও সারাদেশে সবজির জন্য বিখ্যাত শিবপুরে একটি হিমাগার স্থাপন করা হবে।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সভাপতিত্বে পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জহিরুল হক ভুইয়া মোহন, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অজয় কর খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        