মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম থাকলে যাচাই করে দেখা হবে।’ তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানিরা যে তালিকা তৈরি করেছে সেটা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় যদি একজন মুক্তিযোদ্ধার নাম আসে সেটা পাক বাহিনীর ভুল। আমরা নিজেরা কোনো তালিকা প্রস্তুত করিনি।’
রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেন। এছাড়া প্রাথমিকভাবে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকাও প্রকাশ করেন তিনি। তালিকা প্রকাশের পরদিন সোমবার থেকে দেশব্যাপী শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠেছে, তালিকাভুক্ত ও ভাতাপ্রাপ্ত অনেক মুক্তিযোদ্ধার নাম এ তালিকায় রয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে পরিচিত অনেকের নামও তালিকায় রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক