মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যাচাই-বাছাই না করে রাজাকারদের নাম প্রকাশ করায় কিছু সমস্যা হয়েছে। আমরা ঘুণাক্ষরে বুঝতে পারি নাই, যারা উনিশ বছর ক্ষমতায় ছিল তারা হয়তো ষড়যন্ত্র করেছিল। এ কাজটি করতে প্রথমেই হোঁচট খেয়েছি।
বুধবার দুপুরে মানিকগঞ্জ বিজয় মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি আরো দুঃখ প্রকাশ করছি যাদের নাম ভুল প্রকাশিত হয়েছে। এভাবে যদি আমার নাম প্রকাশ হতো তাহলে আমিও কষ্ট পেতাম।
তিনি আরও বলেন, আগামীতে ভাল করে যাচাই-বাছাই করে রাজাকার-আলবদরদের নাম প্রকাশ করা হবে। এছাড়া বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে চৌদ্দ হাজার মুক্তিযোদ্ধাদের বাড়ি করার জন্য সতের লক্ষ করে টাকা দেওয়া হবে। এছাড়াও স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে আরো পনের হাজার মুক্তিযোদ্ধাকে বাড়ি করার টাকা দেওয়া হবে। মানিকগঞ্জের ১৫০জন মুক্তিযোদ্ধাকে বাড়ি করার জন্য টাকা দেওয়া হবে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুডুর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সদস্য সচিব আব্দুল মজিদ ফটো ,পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সদর মুক্তিযোদ্ধা কমান্ডার ওবাদুল ইসলাম ইয়াকুব প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিজয় মেলা শুরু হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
বিডি-প্রতিদিন/শফিক