লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু শেখের কিল্লা স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। বুধবার দুপুরে উপজেলার চরপোড়া গাছা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় শেখের কিল্লা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।
১৯৭২ সালের ২০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামীণ অবকাঠামো উন্নয়ন পরদির্শনে এসে রামগতিতে গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করেন। এ সময় তিনি নিজে মাটি কেটে ওই কিল্লা তৈরির কাজ শুরু করেন। তখন থেকে কিল্লাটি শেখের কিল্লা নামে পরিচিত।
পরিদর্শন শেষে স্থানীয় গুচ্ছগ্রাম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রী।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান, সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি, ভূমি সচিব মাকছুদুর রহামন পাটওয়ারী, অতিরিক্ত সচিব আব্দুল হক, গুচ্ছগ্রাম প্রকল্প পরিচালক জাবেদ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজাম্মান, পৌর মেয়র মেজবাহ উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন