আসন্ন বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক পদে কোন পরিবর্তন আসবে কিনা সেটা মহান আল্লাহ আর নেত্রী জানেন বলে মনে করেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলনের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নিতে বৃহস্পতিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পরিদর্শনে আসেন ওবায়দুল কাদের।
এ সময় সাংবাদিকেদের 'সাধারণ সম্পাদক পদে পরিবর্তন নাকি আপনি দ্বিতীয় মেয়াদে থাকছেন' -এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আল্লাহ আর নেত্রী জানেন। নেত্রীর ভিশন ও মিশন বাস্তবায়ন সম্মেলনের লক্ষ্য। সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে তা বাস্তবায়ন করবে।
বিডি-প্রতিদিন/মাহবুব