বাংলাদেশে দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এর অভাবে বাংলাদেশ দ্রুত উন্নয়নের দিকে এগোতে পারছে না। গতকাল ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অরগানাইজেশন (এফবিএইচআরও) এবং ইউআইইউ’র দ্বিতীয় ন্যাশনাল এইচআর কনভেনশন ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাস অডিটরিয়মে এ অনুষ্ঠান হয়। বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় জড়িত সবাইকে শিখন ও শিক্ষণ প্রক্রিয়ায় যুক্ত করতে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করা হয়। কনভেনশনে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের এখন প্রয়োজন অর্থনৈতিক মুক্তি, দারিদ্র্য দূরীকরণ এবং নেতৃত্ব প্রতিষ্ঠা করা। আমাদের এখানে অনেক অবিচার হচ্ছে, আয় বৈষম্য হচ্ছে। অনেক বৈষম্য, অবিচার মোটেও ন্যায়সঙ্গত নয়। এগুলো সরাতে হলে আমাদের সময় দিতে হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
বিডি-প্রতিদিন/মাহবুব