পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতে যদি কোনো অবৈধ বাংলাদেশি থাকে, তবে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে। মঙ্গলবার বিকালে সিলেট নগরীর আখালিয়ায় বিজিবির ১৯ ব্যাটালিয়ন আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা শুনেছেন, অনেক অবৈধ বাংলাদেশিকে ভারত থেকে পুশইন করা হচ্ছে। ভারত সরকার বারবার আমাদেরকে বলেছে, তারা কাউকে জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে না। আমরা ভারত সরকারকে বলেছি, আমাদের কেউ যদি অবৈধ থাকে, তাহলে আপনারা আমাদেরকে জানান। আমরা অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে দেশে ফিরিয়ে আনবো।’
তিনি বলেন, ‘আমরা আশা করবো, ভারত এমন কিছু করবে না, যাতে মানুষের দুশ্চিন্তা বাড়ে। কারণ ভারত একটা বড় বন্ধু দেশ। আমাদের সবচেয়ে বন্ধুপ্রতীম দেশ। আমরা আশা করি, ভারত যদি ভালো থাকে, ভারতের যদি উন্নতি হয়, আমাদেরও উন্নতি হয়। এই আমাদের বিজয়ের মাস, আমাদের বিজয়ের আনন্দ কিন্তু ভারতেরও বিজয়ের আনন্দ। আমাদের যে বিজয়টা হলো, এটা ভারতেরও বিজয়। আমরা একসূত্রে অনেক ক্ষেত্রে গাথা। আমরা চাই, ভারতে শান্তি থাকুক। সেইসাথে আমাদের দেশবাসীর বা ওদের দেশবাসীর কারো যেন অশান্তি না হয়।’
অনুষ্ঠানে সিলেটের সীমান্ত এলাকা থেকে জব্দ করা প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনে এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়ে বলেছেন, আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যে সন্ত্রাসী হয়, তার পরিবারও ধ্বংস হয়ে যায়। মাদকও নিজেকে যেমন ধ্বংস করে, তেমনি পরিবারের জন্য অশান্তি নিয়ে আসে।’
এসময় বিজিবির উত্তর-পূর্ব রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, সিলেট সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        