আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিকে স্বাগত জানিয়েছেন। তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন।
আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, আমরা সুন্দর একটা ইলেকশন দিতে চাই। ইলেকশন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানে স্বাধীনতা ও সহযোগিতা দিচ্ছে সরকার।
বিডি-প্রতিদিন/শফিক