অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন-আছেন-সারাজীবন থাকবেন সূর্যের মতো অবিচল। তরুণদেরকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী প্রত্যেক পরিবারে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মনতলী রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শত বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য যারা যুদ্ধ করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, আমরা যখন লেখাপড়া করেছি তখন স্কুল কলেজ কম ছিল। ছিল না তেমন সুযোগ সুবিধা। পায়ে হেঁটে অনেক দূরে গিয়ে কষ্ট করে লেখাপড়া করতে হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে।
মন্ত্রী বলেন, তরুণরাই এ দেশের শক্তি। দেশে বর্তমানে অর্ধেকের চেয়ে বেশি তরুণ। দেশকে আমরা যেখানে রেখে যাব তরুণদেরকে সেখান থেকে দেশকে এগিয়ে নিতে হবে। তোমরা তরুণরা ভালোভাবে লেখাপড়া করে সৎ মানুষ হতে হবে। মানুষদেরকে সৎ উপদেশ দিতে হবে। পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করতে হবে। মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। বিপদে মানুষের পাশে থাকতে হবে।
রায়কোট দক্ষিণ ইউপির চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি মজিবুর রহমান মজিবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল আহম্মদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এমরান কবির চৌধুরী, আওয়ামী লীগ নেতা প্রফেসর জয়নাল আবেদীন, অর্থমন্ত্রীর একান্ত সচিব কেএম সিংহ রতন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল হোসেন, রায়কোট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বেলাল হোসেন মজুমদার, মাদ্রসার অধ্যক্ষ মাওলানা সামছুদ্দীন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আব্দুল হান্নান মজুমদার ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন