মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, জয়বাংলা কোনো সংগঠনের স্লোগান নয়। এটি মুক্তিযুদ্ধের ও গোটা বাঙালি জাতির স্লোগান। এই স্লোগানকে আগামী প্রজন্ম যাতে ধারণ করতে পারে, তার দায়িত্ব নিতে হবে মুক্তিযোদ্ধাদের।
আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় বগুড়া শহরের নিশিন্দারায় বগুড়া সদর, গাবতলী ও আদমদিঘী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এ বছর অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বগুড়ায় ২২৫টি বাড়ি নির্মণ করা হবে। এখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আছে। এখন মুক্তিযোদ্ধাদের উদাসীন হয়ে বসে থাকলে চলবে না। পাক হানাদার বাহিনীর বর্বরতার কথা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভবিষৎ প্রজন্মকে জানাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংষদ সদস্য রেজাউল করিম বাবলু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, মুক্তিযোদ্ধা বিষয়ক ভবন নির্মাণ প্রকল্পর পরিচালক আব্দুল হাকিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুর আমিন বাবলু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার