দুর্নীতির একটি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়া কারাগারে রয়েছেন। তাকে জামিন দেওয়া না দেওয়া সম্পূর্ণ আদালতের ব্যাপার। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের দত্তনগর কৃষি ফার্ম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণ কোনো জঙ্গি হামলায় নই। এদেশে জঙ্গি বা আইএস নেই। এ ঘটনা আমাদের হোম গ্রাউন্ড জঙ্গিদের কাজ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন