শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, অথচ তাদের নেত্রীকে কোনো রাজনৈতিক মামলায় আটক করা হয়নি, তিনি দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন। দীর্ঘ দশ বছর মামলা চলেছে, বিএনপির বাঘা বাঘা আইনজীবীরা দশ বছরেও প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেনি।
শনিবার রাতে জামালপুরে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, জিতবার যোগ্যতা তো দূরে থাক, নির্বাচনে হারবার যোগ্যতাও হারিয়ে ফেলেছে বিএনপি। তারা নির্বাচনে এসে কিছুক্ষণ থাকে, তারপর চলে যায়। আবার বলে নির্বাচন নাকি তাদের আন্দোলনের অংশ। অর্থাৎ বিএনপি নির্বাচনটা নির্বাচনের জন্য করে না, লোক দেখানোর করে।
বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহবায়ক মাহবুবুর রহমান হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার