প্রধানমন্ত্রী তার দক্ষতায় বাংলাদেশকে বটমলেস বাস্কেট থেকে বটমফুল বাস্কেটে পরিণত করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার বিকেলে শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, সকলে আমরা মাদককে না বলি। পরিবার থেকেই মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলি। তাহলেই আমরা দেশকে মাদকমুক্ত করতে পারবো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে নারীদের উপস্থিতি প্রমাণ করে মেহেরপুর যে এগিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নারীদের অধিকার দিয়ে নারী নীতি প্রবর্তন করেছিল। আমাদের অর্ধেক শক্তি নারী। নারীদের শক্তি কাজে লাগাতে পেরেছি বলে আজকে আমাদের বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আজকে শিক্ষা খাতে প্রায় ৫১ ভাগ নারীদের অংশগ্রহণ রয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেয়েদের অংশগ্রহণ এখন দেখার মতো।
অনুষ্ঠিত জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-০২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, ড. খ. মহিদ উদ্দিন এবং মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গণি। সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মেহেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল অবস্থানে রয়েছে। এখানে কমেছে মাদকাসক্তের ও কারাগারে বন্দীর সংখ্যা। এ চিত্র যদি সারাদেশে হতো তাহলে আমরা আমাদের কাঙ্খিত বাংলাদেশ পেয়ে যেতাম। এ সময় মেহেরপুর জেলা পুলিশকে ধন্যবাদও জানান তিনি।
তিনি বলেন, বিদায় নেওয়ার আগে নতুন প্রজন্মকে সোনার বাংলাদেশ দিয়ে যেতে চাই। রবিবার সকালের দিকে মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন