মুজিববর্ষকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা শুরু হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে। যাতে মুজিববর্ষ উদযাপনে যে জাগরণ সারাদেশে সৃষ্টি হয়েছে তা কেউ যেন নষ্ট করতে না পারে।’
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দলের সম্পাদকমন্ডলী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাদের দোসররা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে বিরোধিতা করতে গিয়ে মুজিববর্ষের বিরুদ্ধে বিষোদগার করছেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে আমাদের প্রধান মিত্র ছিল ভারত। আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতের সেনা বাহিনীর রক্ত মিশে আছে। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের প্রতিনিধি হয়ে আমাদের দেশে আসছেন। ভারতসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ আসবেন।
সেতুমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে বিএনপির অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। মুজিববর্ষকে সামনে রেখে সারাদেশে এবং সারা বিশ্বে উদযাপনের ঐতিহাসিক আয়োজন চলছে। এটা বিএনপি এবং তাদের দোসরদের সহ্য হচ্ছে না।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, কৃষকলীগের সভাপতি সমীর চন্দ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম