৬ এপ্রিল, ২০২০ ০৮:৪৬

করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারকে নাজেহাল করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারকে নাজেহাল করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারকে কেউ যেন নাজেহাল করতে না পারে সে জন্য পুলিশকে নির্দেশনা দেয়া আছে। যদি কেউ করে তা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ 

তিনি সংবাদমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে ভুল বুঝাবুঝি হচ্ছে। এ অবস্থায় সবাইকে সাবার প্রতি মানবতা দেখাতে হবে।’

তিনি আরও জানান, এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির লাশ দাফনের ক্ষেত্রে পুলিশ ভূমিকা রেখেছে। তারা জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। করোনা আক্রান্ত বা মৃত ব্যক্তির পরিবারকে কোথাও হেয় প্রতিপন্ন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর