পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, উন্নত বিশ্ব কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে হিমশিম খাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ কোটি মানুষের জন্য আগাম প্রস্তুতি রেখেছিলেন বলেই ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকা প্রদান কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
আজ শনিবার দুপুর ১২টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরসেনসাস ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় সরদারবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপিকে দুর্নীতিবাজ ও ব্যর্থ রাজনৈতিক দল আখ্যায়িত করে তিনি আরও বলেন , এখন তারা আন্তর্জাতিকভাবে মাফিয়া ডন সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন চ্যানেলে টাকা পয়সা খরচ করে অপপ্রচার করছে বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে নিয়ে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে শেখ হাসিনার হাতে থাকলে পেছাবে না বাংলাদেশ।
সকল ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূলের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে এমন কারও শক্তি নেই যে আওয়ামী লীগকে পরাজিত করে।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াদুদ বালার সভাপতিত্বে যৌথ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, সখিপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা